তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে এলজিএসপি-৩ এর অর্থায়নে শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয়ের ও কলেজের গরীব এবং মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে চার লাখ টাকার ৪০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পরিষদ প্রাঙ্গনে ৪০ জন গরীব ও মেধাবী ছাত্রীর মধ্যে এসব বাইসাকেল বিতরণ করা হয়।
৪০টি বাইসাইকেলের মধ্যে জনতা উচ্চ বিদ্যালয়ে ২০টি, বাগলী উচ্চ বিদ্যালয়ে ৫টি, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্বুল এন্ড কলেজে ৫টি, কলাগাও চারাগাও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৫টি, হাওর বাংলা টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫টি বাইসাইকেল বিনামূল্যে বিতরণ করা হয়।
শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা মিনারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব চন্দ্র রায়, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্বুল এন্ড কলেজের প্রিন্সিপাল খায়রুল আলম, কলাগাও চারাগাও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ডালিম, হাওর বাংলা টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রিন্সিপাল জাবির আহমদ জাবেদ, ইউপি সদস্য আলী হোসেন প্রমুখ।