শামছুল আলম আখন্জী, তাহিরপুর প্রতিনিধি:
সুনামগন্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বাগলী বাজারের কৃষকলীগের অফিসে বর্ধিসভা অনুষ্টিত হয়।
আজ( ৫ইএপ্রিল) বিকাল ৩:০০ঘটিকার সময় শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মস্তফার সভাপতিত্বে তোফাজ্জল শাহ্ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাহির পুর উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ জিলুর রহমান তিনি বলেন দেশের স্বার্থে জনগনের সাথে সুন্দর ব্যবহার করে বুঝিয়ে দিতে হবে শেখ হাসিনা সরকার জনবান্ধ সরকার শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। জামাত আলবদর আলশামস এদের কার্যকালাপের উপর আমরা ধিখার জানাই যারা জাতির জনক শেখ মুজিবুরের বিলবোর্ড রাতের আধারে সরাতে পারে ,তারা জাতির শুত্রু স্বাধীনতার শুত্রু। এদেরকে খূজ নিয়ে বের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াহিদ খসরু উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক শামছুল আলম আখন্জী টিটু উত্তর বড়দল ইউনিয়নের আহবায়ক দিলোয়ার হুসেন দুলাল।
পরে দুষকৃতিকারী বিরোদ্ধে প্রতিবাদ মিছিল বের করে কৃষকলীগ।
এসময় উপস্তিত ছিলেন ১নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম সাবেক সভাপতি ইমান আলী১নংওয়ার্ড আওয়ামীলীগে সহসভাপতি আঃ সামাদ সেচ্ছা সেবক লীগে সভাপতি আঃ গফুর শ্রীপুর উত্তর ইউনিয়নের যুগ্ন আহবায়ক সেলিম রেজা কৃষকলীগ নেতা মজিবূর কৃষকলীগ নেতা জুয়েল ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।