তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সমতা ও সংহতি নির্ভর সবজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে সকাল ১১টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা ডাঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান সহকারী তৈয়াবুর রহমানের পরিচালনায় ভক্ত রাখেন,পরিবার পরিকল্পনা কর্মকতা মোঃ সিরাজুল ইসলাম,ডাঃ মির্জা রিয়াদ হাসান,বেলায়েত হোসেন, সিনিয়র ষ্টাফ নার্স স্বপ্না রাংসা,সুমনী আক্তার,সুমী নখরেখ,কেয়ার প্রতিনিধি শেখর রায়,আজরফ হোসেন, সৌহার্দ ৩ প্রজেক্ট টেকনিক্যাল অফিসর কবিতা রানী ঘোষ প্রমুখ।