দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই পৌর সদরে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্ঠাকালে জনতার হাতে আটক হয়েছে লম্পট ধর্ষন চেষ্ঠাকারী মুহিত মিয়া (৩৫)। সে হবিগঞ্জ জেলার লাখাই থানার বেগুনাই গ্রামের মৃত গেদু মিয়ার পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, লম্পট গেদু মিয়া দীর্ঘদিন ধরে দিরাই পৌর সদরের মজলিশপুর এলাকায় ভাড়া বাসা থেকে বাজারে ফেরি করে ভেষজ সরবত বিক্রি করে। রবিবার বেলা ১১টার দিকে শিশু কন্যাটি (ভিকটিম) মুহিত মিয়ার ভাড়া বাসার পাশে সড়কে ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে মুড়ি ক্রয় করতে আসে। সেখান থেকে শিশুটিকে ফুসলিয়ে মুহিত তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্ঠা করে। এ সময় শিশুটির চিৎকার চেছাঁমেছি শুনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থ অমরসহ এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার করে লম্পট মুহিতকে আটক করে রাখে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও ভিকটিম শিশু কন্যাটিসহ লম্পট মুহিতকে থানায় নিয়ে আসে। এব্যাপারে শিশু কন্যার ফুফু হুসনেআরা বেগম বাদী হয়ে মুহত মিয়াকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করে। মামলা নং-৪, তারিখ- ০৭-০৪-১৯ইং। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুহিতকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে মামলা হয়েছে।