দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই পৌর সদরে রাতের আধারে আগুনে পুড়ে ছাঁই হয়েছে আলম ডিপার্টমেন্টাল স্টোরের পাচ লক্ষাধিক টাকার মালামাল। শনিবার দিবাগত ভোর রাতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও থানা পুলিশের সহযোগীতায় ঘন্টাখানেক চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহ আলম সরদার জানান, শেষ রাতের দিকে দোকান ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে বাজারের পাহারাদার আমার বাসায় গিয়ে খবর দিলে আমরা এসে দোকানের সাটার খুলে দেখি পেছনের দিকে আগুন জ¦লছে। আসে-পাশে যারা ছিলেন তাদেরকে নিয়ে ঘন্টাখানেক চেষ্ঠা করে আগুন নেভাতে স্বক্ষম হলেও এরই মধ্যে দোকানের ভেতরে থাকা মালামাল ও ডেকোরেশনসহ প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত।