1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছাতক পৌর শহরে সড়ক সংস্কারের দাবিতে জনতার সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯, ১০.৩৯ এএম
  • ১২৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের একটি সড়ক সংস্কার ও ড্রেন নির্মানের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসীন্দারা।
সোমবার সকাল ৮টা থেকে এ সড়ক সংস্কার ও পাশে ড্রেন নির্মানের দাবিতে সড়কটি অবরোধ করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শহরের অটো-টেম্পু ষ্ট্যান্ড থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত এক কিলোমিটার সড়ক ৪ বছর ধরে এলাকার মানুষের দূর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
খানা-খন্দকে ভরপুর এ সড়কটি যান চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যান চলাচল করছে দীর্ঘদিন ধরে। যাত্রীবাহী যানবাহন ছাড়াও লাফার্জ হোলসিম, আকিজ গ্রুপ এবং ছাতক সিমেন্ট কারখানার পন্যবাহী ভারী যানবাহন চলাচল করছে এ সড়ক দিয়ে।
জনগুরুত্বপূর্ণ এ সড়কের পাশেই উপজেলা পরিষদ। উপজেলা ভূমি অফিস, সাব-রেজিষ্ট্রার অফিস, খাদ্য গোদাম, রেলওয়ে ষ্টেশন, সুর্যের হাসি ক্লিনিক, উপজেলা প্রানী সম্পদ অফিসসহ ছাতক ডিগ্রী কলেজ, টেকনিকেল স্কুল এন্ড কলেজ, ছাতক সরকারী বহুমূখী মডেল হাই স্কুলে যাতায়াতকারী লোকজন ও শিক্ষার্থীদেরকে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে। ভাঙ্গা এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন কোর্ট রোড এলাকার বাসিন্দারা।
ছাতক পৌর সভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তারা একাধিকবার সড়ক সংস্কারের আবেদন করেও কোন সুফল পাননি।
সোমবার সকাল ৮ টা থেকে এ সড়ক সংস্কার ও পাশে ড্রেন নির্মানের দাবীতে সড়কটি অবরোধ করেন এলাকাবাসী। এসময় সড়কের দু’পাশে আটকা পড়ে শত শত যাত্রীবাহী যানসহ পন্যবাহী ভারী যানবাহন। সড়কে বাঁশ বেধে ও স্থানীয় লোকজন রাস্তায় দাড়িয়ে সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধের সময় ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, নুরু মিয়া তালুকদার, মাষ্টার মখছুদ হোসেন, আব্দুর রহিম, বাবুল মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, নুরুল হক, ফয়সল মিয়া চৌধুরী, বাকী বিল্লাহ, সুলেমান মিয়া, ফরুক মিয়া, তারেক আহমদ, ছাদিক মিয়া তালুকদার, নুরুল ইসলাম, আব্দুল ছুবহান, সুমন মিয়া, আলমগীর হোসেন, সুহেল মিয়া, আইয়ুব আলী, আব্দুল হেকিম, মানিক মিয়া, লাল মিয়া, বাদশা মিয়া, মনির উদ্দিন, শুকুর আলী, ফজর উদ্দিন, সাকিব মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
দুপুর ১ ঘটিকায় ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দেয়ার চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেনি। কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অবরোধকারীরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!