স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পল্লীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া গ্রামে আব্দুল আউয়াল (৭০) নামের ওই কৃষক ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে চারটায় বাড়ির পাশের সব্জিখেতে কাজ করছিলেন কৃষক আব্দুল আউয়াল। এসময় ব্রজাঘাতে আক্রান্ত হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাইয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মতিন বলেন, বাড়ির পাশে সব্জি ক্ষেতে কাজ করতে গিয়েই তিনি বজ্রাঘাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।