বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা শহরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সোমবার বিকেলে সাড়ে চারটায় সুনামগঞ্জ শহরের আলফাত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে এসে শিক্ষকরা জড়ো হোন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন চলকালে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা প্রাণে হত্যা করতে আমাদের নীরিহ প্রধান শিক্ষকের উপর বর্বোরোচিত হামলা চালিয়েছিল। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান শিক্ষকবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষক নেতা কানন বন্ধ রায়ু, রানা আচার্য্য, হারুন রশিদ, প্রণব মিঠু, নবিতা চৌধুরী, কলি তালুকদার আরতি, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, রনজিত দেব, বিভা বর্মণ, আজিজুর রহমান তালুকদার প্রমুখ।