স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হারুন অর রশিদ জামালগঞ্জ থানার সকল কর্মকান্ড পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি জামালগঞ্জ থানায় পৌঁছে উপজেলার আইনশৃংখলার সার্বিক পরিস্থিতি নিয়ে থানার সকল কর্মকর্তাদের মুক্ত আলোচনা করেন। আলোচনায় মাসিক পরিদর্শনে থানার সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইন-চার্জের দায়িত্ব প্রাপ্ত এসআই মো: আনোয়ার হোসেন, এসআই জয়নাল আবেদিন, এসআই ওয়াহিদ, এসআই রজব আলী, এ এসআই সাঈদুর রহমান প্রমুখ।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে বিফ্রিং কালে জেলা পুলিশ সুপার বলেন, জামালগঞ্জ থানার মাসিক পরিদর্শনের সাথে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নৌপথে চাঁদাবাজির বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, হাওরাঞ্চলের নৌপথের চাঁদাবাজিসহ আইন শৃঙ্খলার উন্নতির জন্য গুরুত্বপুর্ণ ৪ টি নদী ষ্পটে পুলিশ ফাঁড়ি বসানোর প্রক্রিয়ার কাজ দ্রুত চলছে। অতীতের ন্যায় সম্প্রতি জামালগঞ্জের দুর্লভপুর নদী, লালপুর-লক্ষীপুর নদী, গজারিয়া-শ্রীমন্তপুর নদী, আহসানপুর নদী, সানবাড়ি নদী, সুন্দরপুর-আছানপুর নদী, মেন্দিহাতা নদী ও বৌলাই নদী সমুহে প্রকাশে চাঁদাবাজির বন্ধের বিষয়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান। তিনি বলেন, ইতোমধ্যে চাঁদাবাজদের ধরা হচ্ছে যারা এই অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের কে আইনের আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাংবাদিক ফোরামের সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।