স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের কোর্ট জামে মসজিদের পুকুর থেকে ষাটোর্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর থানা পুলিশ পুকুর থেকে বিপলা পাল (৬০) নামের ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। বিপলা পাল শহরের ময়নার পয়েন্টের মৃত মাখন পালের স্ত্রী।
পুলিশ ও ওই নারীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের লোকজনের অগোচরে নিজ বাসা থেকে বের হয়ে আসেন বিপলা। পরিবারের ধারণা ওই সময় ঝড় তুফান ও বজ্রপাতের সময় কোর্ট মসজিদের পুকুর পার দিয়ে আসার পথে তিনি পুকুরে পড়ে যান। পরে তার মৃত্যু হয়। দুপুর ১২টায় তার মৃতদেহটি পুকুরে ভেসে ওঠলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার ও পরিচয় বের করে মৃতদেহের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যক্ষদর্শীরা পুকুরে লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। আমরা গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি।