বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সীমান্ত নদী চেলায় বালু আহরণের সময় বজ্রপাতে আলী হোসেন (২৭) নামের এক শ্রমিক মারা গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আলী হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো দুইজন শ্রমিক আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সীমান্ত নদী চেলায় শ্রমিক হিসেবে বালু আহরণ করছিলেন আলী হোসেনসহ সঙ্গীরা। দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করে।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, বজ্রপাতে নদীতে এক শ্রমিক বালু আহরণের সময় মারা গেছেন। আমরা তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেছি।