হাওর ডেস্ক::
সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকায় সুরমা নদী থেকে অজ্ঞাতনামা দুই নবজাতক মেয়ে সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নদীর পাড়ে এই নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মো. মিজান আহমদ ও এস আই পাবেল আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা নদী থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানা ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।