শাল্লা প্রতিনিধি::
‘চালু হলো ই-নামজারি
টাউট দালালদের মাথায় বাড়ি,
রাখব নিষ্কন্টক জমি-বাড়ি
করব সবাই ই-নামজারি।’
এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সদরে ভূমি সেবা সপ্তাহ (১০-১৬ এপ্রিল)২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মুক্তাদির হোসেন, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, আটগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, উপজেলা ভূমি অফিসের নাজির মুহাম্মদ শামছুদ্দোহা প্রমুখ।