স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি কর উন্নয়ন মেলা উপলক্ষ্যে শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালযের সামন থেকে একটি র্যালি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
“বছরে ভূমি উন্নয়ন কর দিব, দেশের উন্নয়নে অংশ নিব ও মানীয় প্রধান মন্ত্রীর অঙ্গিকার, ভূমি হীন থাববে না কেউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, সুধীজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুনা, সদর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার নুসরাত ফাতেমা, সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ম-লীর সভাপতি ব্যবসায়ি জিয়াউল হক, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, আব্দুল মজিদ, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া, কুরবান নগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত, কাঁঠইর ইউনিয়নের চেয়ারম্যান মওলানা শামছুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সদর উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেলসহ শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।