1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

সারাদেশে প্রাথমিক স্কুলে মিডডে চালু হবে: পরিকল্পনা মন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯, ৩.২৫ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সরকারের আর্থিক সক্ষমতা রয়েছে, তবে অগ্রাধিকার নির্ধারণ করাই সমস্যা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে আজ বুধবার ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ বিষয়ক জাতীয় কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, শিশুদের বিষয় সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিৎ। প্রধানমন্ত্রী শিশুদের বিষয়ে সবসময় গুরুত্ব দেন। আমরা আশা করছি যতদ্রুত সম্ভব সারাদেশে স্কুল মিড ডে কর্মসূচি চালু করতে। আমরা ব্যয় বহন করতে পারবো। আগে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
সম্পদের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, সম্পদ বিতরণে টানাপড়েনের মুখোমুখি হতে হয়। আমাদের আর্থিক সক্ষমতা থাকলেও অভ্যন্তরীণ অগ্রাধিকার নির্ধারণে সমস্যা আছে। এটি নির্ধারণে সবাইকে সহযোগিতা করতে হবে। স্কুল মিড ডে মিল চালু করার ব্যাপারে বলবো ভালো প্রকল্প নিয়ে আসুন। আমরা অনুমোদন করবো।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় স্কুল মিল নীতি ২০১৯ বিষয়ক জাতীয় কর্মশালা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ রিচার্ড রিগ্যান ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!