স্টাফ রিপোর্টার:: ১১ এপ্রিল, ২০১৯, বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের সহযোগিতায় পানি সম্পদের সুষ্ঠু, সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য বিশ্ব পানি দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ (পওর-১) জনাব মোঃ আবু বকর সিদ্দিক ভূইয়া এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ (পওর-২) খুশি মোহন সরকার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।