স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদের দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জয় কুমার তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী, রুমা চক্রবর্তী, শেলী রায়, বাদল চন্দ্র দাশ, সিনিয়র শিক্ষক রনধীর মজুমদার, সহকারি শিক্ষক অনন্ত কুমার তালুকদার ,ফয়সল খান, বেনু মজুমদার, রানা আচায্য্র্, নাড়ু গোপাল তালুকদার, রাবেয়া রুবি, ,আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রনজিত কুমার দাশ,মানিক লাল চক্রবর্তী,সুব্রত বনিক,নিখিল চন্দ্র মজুমদার,সমর চক্রবর্তী,রাজিব রায়, অজিত চক্রবর্তী, ফুল মিয়া,নুরুল ইসলাম, সঞ্জয় চক্রবর্তী,সহকারি শিক্ষক জাকির হোসেন,জহিরুল ইসলাম,জাহাঙ্গীর হোসেন,সাহাদাত হোসেন,রিন্টু দাশ,সজিব চন্দ্র দাশ,নুর আলম সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্ধ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষককে প্রাণে হত্যার জন্যই ঘাতকরা হামলা করেছিল। এখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অবিলম্বে তার উপর হামলাকারীদের খুজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান শিক্ষকরা।