মো আব্দুল শহীদ
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গাঁরচর ইউনিয়নের বৃন্দাবন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গড়িব ও দুস্থ: শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ও স্মৃতি পরিষদের উপদেষ্ঠা লন্ডন প্রবাসী আলী আস্করের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রঙ্গাঁরচর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, স্মৃতি পরিষদের উপদেষ্ঠা মো: আব্দুল হাই। বৃন্দাবন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র তালুকদারের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বৃন্দাবন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আস্কর আলী। বিশেষ অতিথি, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী ও মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের সভাপতি আবু সাইদ, ইউপি-সদস্য সুরুজ মিয়া, অভিভাবক সদস্য ইব্রাহিম আলী।
এ সময় উপস্থিত ছিলেন, বৃন্দাবন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমান, প্রবীণ মুরব্বী কাছম মিয়া, সামছুল হক, মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের সহ-সভাপতি ফারহান তালুকদার, কাসেম মিয়া, সাধারণ সম্পাদক মিনহাজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফাহিম মিয়া, মহরম আলী, প্রচার সম্পাদক হান্নান মিয়া, দপ্তর সম্পাদক মাছুম মিয়া, কোষাদক্ষ রনি মিয়া, সদস্য সাইদুর মিয়া, আক্তার মিয়া প্রমুখ। স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, মরহুম আবুল কালাম আজাদ একজন ভাল মানুষ ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে স্থাপিত্ব চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা আজ স্বনামধন্য ইউনিভারসিটিতে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা করতে হবে । তিনি বেচেঁ থাকলে রঙ্গারচর ইউনিয়নে আরও ভাল ভাল শিক্ষা, স্বাস্থ্য ও ধমীয় প্রতিষ্ঠান গড়ে উঠত। আমি তার রুহের বিদায়ী আতœার শান্তি কামনা করছি।