স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ পুরান বাজারে জুয়া খেলার সময় নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহষ্পতিবার তাদের আটক করে পুলিশ।
আটকৃতরা হলো বিশ্বনাথের মান্দাবাজ গ্রামেন মোঃ আব্দুল আওয়াল, (৪৫), মোঃ সেলিম উদ্দিন (৪৮), মোঃ শফিকুল ইসলাম (৩০), মনুর আলী (৬০), ছাতকের দিগলী চাতলপাড়া গ্রামের মোঃ আব্দুল হামিদ (৪০) ও বাক্ষ্রণবাড়ীয়া জেলার আশুগঞ্জের দরবেশ আলী (৩৪)।
গোয়েন্দা পুলিশের এস আই কাজল চন্দ্র দেব, এ এস আই মামুন ও এ এস আই মনিরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা গোবিন্দগঞ্জ পুরান বাজারের একটি দোকান ঘরের পেছনে জুয়া খেলার আসর থেকে তাদের আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।