স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে দ্বিবার্ষিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের সম্মিলন কক্ষে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
টেকনিক্যাল অফিসার-পার্টনারশীপ এন্ড ফ্যাসিলিটেশন, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ’র এক দ্বি-মাসিক সভার আয়োজন করা হয়। মোঃ কামরুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মনিসর চৌধুরী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বিগত মাসের কার্যবিবরণী পাঠ করেন এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পরিকল্পনা তৈরির উপর আলোকপাত করেন। সেই সাথে তিনি জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনা শুরু হয়। পুষ্টি কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বক্তরা মতামত প্রদান করেন উপস্থিত সদস্যবৃন্দ। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, পুষ্টি পরিস্থিতি উন্নয়নের জন্য এই উপজেলায় সকলকে একসাথে কাজ করতে হবে। মে ও জুন মাসে ইউনিয়ন পরিষদের বাজেটে যাতে পুষ্টি জন্য বাজেট বেশী করে রাখা হয় সেব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ রজব আলী, জামালগঞ্জ সদর চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর মাহমুদ তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আজিজল হক এবং মোঃ জসিম উদ্দীন প্রকল্প কর্মকর্তা, কেয়ার বাংলাদেশ প্রমূখ।