জামালগঞ্জ প্রতিনিধি
বংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে গতকাল শনিবার জামালগঞ্জ উপজেলা প্রায় ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ারের উদ্যোগে ও জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সহযোগিতায় চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
সকালে জামালগঞ্জ উপজেলা সদর অডিটোরিয়ামে এই চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধনকালে অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন,‘ বাংলা নববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দেশবাসীর জন্য দোয়া চাই। হাওরপাড়ের লোকজনকে সুস্থ্য দেখতে চাই। নতুন বছরে সবার জীবনে মঙ্গল বয়ে আসুক এই কামনা করি।’
দিনব্যাপী এই চিকিৎসাসেবা ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০জন চিকিৎসক মানুষদের দিনভর সেবা দেন। সেবা কার্যক্রমে অংশ নেওয়া অন্য চিকিৎসকেরা হলেন ডা. সুমিত পুরকায়স্থ, ডা. তোফাজ্জল ইসলাম, ডা. পরাগ রায়, ডা. লিটন ভৌমিক, ডা. আলকাস হোসেন, ডা. হাবিবুর রহমান, ডা. মেহেরিন এশা, ডা. জান্নাতুল ফেরদৌস জুঁই ও ডা. মিল্টন আহমেদ।
উপজেলা কৃষকলীগের আহবায়ক আলী আমজাদ তালুকদারের সভাপতিত্বে ও জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. আবুল কালাম চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, জেলা কৃষক লীগের সদস্যসচিব বিন্দু তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম তালুকদার প্রমুখ।