সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে লক্ষী পুর গ্রামে বছরের শেষ দিনে জমজমাট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের লক্ষীপুর মাঠে এ ফুটবল খেলা অনুষ্টিত হয়। ফুটবল খেলা পুর্ববতী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা। প্রিন্স, সজিব ও টিপুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম জিলানী আফিন্দী রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামীলীগ নেতা আব্দুল হক, সুব্রত পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, আব্দুর রহিম, উপজেলা যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন তালুকদার, ইউপি সদস্য অজিত সরকার, ইয়াসিন মিয়া, দিপক তালুকদার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আনফর আলী টুকু, ভীমখালী ইউপি যুবলীগের সাধারন সম্পাদক খোকন হাসান, হাজী নবী হোসেন, আনোয়ার হোসেন, জিয়া উদ্দিন, আক্কাস আলী, আব্দুর সাত্তার, আব্দুল হাই প্রমূখ। জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের কামারগাও বনাম দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। এতে উভয় খেলা সমান হলে টাইবেগারে কামারগাও গ্রামে ১ গোলে ভাটিপাড়াকে পরাজিত করে। খেলায় কামারগাও গ্রাম বিজয়ী হয়ে ২১ ইঞ্চি রঙ্গীন টিভি বিজয়ীদের মাঝে তুলেদেন অতিথি বৃন্দ।