স্টাফ রিপোর্টার::
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি’াা হত্যাকারীর ফ্ািসর দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানব আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন পালিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা অবিলম্বে দোষীদের কঠিন শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক মো: ফজলুল হক, সিনিয়র সহ সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল হোসেন, কমিটির সদস্য ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম,যুগ্ম সাধারন সম্পাদক অলিউর রহমান সুমন, প্রচার সম্পাদক ও ২৪ ঘন্টার প্রতিনিধি কেএম শহীদুল,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নুর মোহাম্মদ স্বজন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আলমগীর হোসেন. সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামলসহ আরো অনেকে।