স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুলকে বিশাল সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগসহ স্থানীয় পেশাজীবি সংগঠন গুলো। রবিবার বিকেলে পৌর চত্বরে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় কমিটিতে
স্থান পাওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনার আগে সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা সিলেট থেকে তাকে শতাধিক মোটর সাইকেল শোডাউন করে নিয়ে আসে।
পরে সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সংবর্ধনার জবাবে আয়ূব বখত জগলুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আজকে রাজনীতির একটি গুণগত পরিবর্তন এসেছে। উন্নয়নের জোয়ার এসেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে স্বপ্ন দেখছেন জননেত্রী শেখ হাসিনা। সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন জনগণ এর সুফল ভোগ করতে শুরু করেছেন। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে। দেশের দরিদ্রদের জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প, ১০টাকা কেজি দরে চাল বিক্রি, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ হচ্ছে। দেশের এই উন্নয়নে একটি বিরোধী চক্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্ট
পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু’র যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. পীর মতিউর রহমান, অ্যাড. শফিকুল আলম, শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, কথা সাহিত্যিক ও আইনজীবী স্বপন কুমার দেব, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।