জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুরে রাফছান মিয়া (১৫) নামের এক কিশোরের রহ্যজনক মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। এ ঘটনায় রাকিব আলী (১৬) নামের আরেক কিশোরকে অজ্ঞান অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোয়ার কারণে দম বন্ধ হয়ে এক কিশোরের মৃত্যু এবং আরেক কিশোর অচেতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, লুদরপুর গ্রামের লন্ডন প্রবাসী নাজমুল হোসেনের বাড়িতে কাজ করতো রাফছান ও রাকিব। প্রতিদিনের মতো সোমবার রাতে তারা বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়ে। তবে মঙ্গলবার তারা ঘুম থেকে জেগে না উঠায় বাড়ির লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে দরজা ভেঙে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাফছানকে মৃত ঘোষণা করেন এবং রাকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী জানান, তারা যে ঘরে ঘুমে ছিল, সে ঘরে রাতে জেনারেটর চলছিল। সেই সাথে ঘরের দরজা জানালা বন্ধ ছিল। তারা ধারণা করছেন, জেনারেটরের ধোয়ায় শ^াসরোধ হয়ে তারা অচেতন হয়েছিল। যে কারণে এ ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ শায়খুল ইসলাম বলেন, কোন প্রকার ধোয়ার কারণে শ^াসরোধ হয়ে কিশোরের মৃত্যু হয়েছে ও অন্যজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে আলাপ হলে তিনি বলেন, দরজা-জানালা বন্ধ থাকা ঘরে জেনারেটরের ধোয়ায় শ্বাসরোধ হয়ে রাফছানের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।