স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মুজিবনগর দিবস উপলক্ষে সন্ধ্যা ০৭.০০টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্টান সস্পন্ন হয়েছে।
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে “ঐতিহাসবিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপত্বিতে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মোঃ বরকতুল্লাহ খান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, মোহাম্মদ এমরান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার, মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ চান মিয়া,জেলা আ.লীগ সহসভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবর্গ এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।