হাসান বশির, বিশ্বম্ভরপুর:
বিশ্বম্ভরপুর উপজেলায় প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন ৬টি উন্নয়ন প্রকল্প সহ দূর্গাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।
বুধবার ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে দূর্গাপুর গ্রামবাসীর আয়োজনে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে
বলেন, আমি আপনাদের এলাকায় এসে বলেছিলাম আমি গরীব মানুষের সন্তান আমি সাহেব নয়, আপনাদের সেবক হতে চাই। আমি আপনাদের ¯েœহ মমতা ও ভালোবাসায় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সেবক হয়ে-কর্মী হয়ে কাজ করে যাব। বিশ্বম্ভরপুর উপজেলায় ৯০ ভাগ বিদ্যুতায়ন হয়েছে, খুব শীঘ্রই শত ভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে।
এ ছাড়া বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১০ জন সুবিধা ভোগীর মাঝে ৩৫ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রনবিদ্যা রংপুর খরচার হাওর সড়ক উন্নয়ন প্রকল্প, ধনপুর বাচ্চু’র বাড়ী-মথুরকান্দি সড়ক উন্নয়ন প্রকল্প, মল্লিকপুর – সরকারি দিগেন্দ্র বর্মন কলেজ সড়ক উন্নয়ন প্রকল্প, বিশ্বম্ভরপুর-পলাশ-চিনাকান্দি সড়ক উন্নয়ন প্রকল্প, বিশ্বম্ভরপুর- শক্তিয়ারখলা সড়ক ও বিশ্বম্ভরপুর কাটাখালী সড়ক উন্নয়ন প্রকল্প।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি সভাপতি আব্দুর রহমান মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টার, ধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ হৃদয়, উপজেলা জাতীয় পার্টি সহ সভাপতি চান মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশ্বম্ভরপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সভাপতি হাসান বশির প্রমুখ।