স্টাফ রিপোর্টার::
ছাতক দোয়ারার সাবেক এমপি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার আর নেই। শনিবার সকাল ৮,৪৫ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের মরদেহ সিলেট থেকে সুনামগঞ্জের বাসায় নিয়ে আসা হচ্ছে। আজই তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
এডভোকেট আব্দুল মজিদ জাতীয় পার্টির জেলা সভাপতি, আইনজীবী সমিতির সভাপতিসহ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।