1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিরাইয়ে মাঠ দিবস পালন

  • আপডেট টাইম :: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯, ১১.০১ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে মাঠ দিবস পালন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলার রাজানগর ইউনিয়নের রননারচর গ্রামে মাঠ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বশির আহম্মদ সরকার। উপজেলা কৃষি অফিসার আবু মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহ মো. হারুনুর রশীদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা বিশ^জিৎ দেব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীন আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা কালাবাঁশি দাস, সাংবাদিক মোশাহিদ আহমদ সরদার, এসিআই বি জি ডেভলপমেন্ট কর্মকর্তা ইফতেখার হোসেন, শিক্ষক চন্দ্রসেন শেখর দাস, ইউপি সদস্য সজল দাস, লেবু মিয়া, কৃষক সুধাংশু শেখর দাস প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বশির আহমদ সরকার বলেন, হাওরের প্রায় ৮০ শতাংশ জমির ধান পেকে গেছে। শ্রমিক সংকটের কারণে কৃষকদের ধান কাটার কাজ বিঘিœত হচ্ছে। যতো দ্রুত সম্ভব ধান কেটে ফেলার পরামর্শ দিয়ে তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যদি ধান কাটা মাড়াই ও বস্তাবন্দি করার আধূনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার ব্যাপকভাবে ব্যবহার করতেন তাহলে ধান কাটা নিয়ে এই সমস্যা তৈরী হতো না। একটা সময় ছিলো যখন পাওয়ার টিলার এই কম্বাইন হারভেস্টার যন্ত্রেও মতো কৃষকরা ব্যবহার করতে চাইতো না, অথচ সময়ের ব্যবধানে আজ শতভাগ জমির হাল দেয়ার কাজ করা হয় পাওয়ার টিলার দিয়ে। কৃষি কাজে আধূনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!