স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়।
জেলা পর্যায়ের খেলার ১ম ভাগে বঙ্গবন্ধু গোল্ডকাপে বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, শাল্লা, দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ এবং ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপে তাহিরপুর, সুনামগঞ্জ সদর, ধর্মপাশা, দিরাই, জামালগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলা অংশ নিয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া প্রমুখ।