তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ করে হত্যার প্রতিবাদে বিক্ষোব মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার (২২এপ্রিল) বেলা ১২টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাহিরপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধের উদ্যোগে বিক্ষোব মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে আব্দুর জহুর চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করে নেতৃবৃন্ধ। মানববন্ধনে তাহিরপুর বাজার বনিক সমিতিসহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্ধসহ সর্বস্তরের জনগন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,তাহিরপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ,সাবেক অধ্যাক্ষ সাইদুল কিবরিয়া,দেবরাজ পুরকাস্থ,তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল,সাধারন সম্পাদক এরশাদ আলী,বিদ্যুৎ চক্রবর্তী,নিখিল চন্দ্র দাস,গণেশ তালুকদার,রতন তালুকদার,দিলখুশ তালুকদার,অপু তালুকদার,শমির তালুকদার,জনী শুক্লবদ্য,নিতাই শুক্ল বদ্য,সেন্টু দাস,কৃপেশ দাস প্রমুখ।
মানববন্ধনে বক্ততাগন এই হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করে বলেন,এমন নৃশংস হত্যাকান্ডের ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি না গঠে আর কেউ যেন এমন জঘন্য কাজ করতে সাহস না পায় তার জন্য এই হত্যা কান্ডের সাথে জরিতদের দ্রুত কঠিন শাস্তির দাবী জানান তারা।