স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে সড়কে পিকআপের ধাক্কায় শিউলী রাণী রায় (১২) নামের পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী নিহত হয়েছেন।, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাদাঘাট গড়কাটি সড়কে এ ঘটনাটি ঘটেছে বিক্ষুদ্ধ ক্ষুদে শিক্ষার্থী ও এলাকার লোকজন পিক আপ সহ এর চালকের সহকারি দুই হেলপারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। স্কুল থেকে কলম আনতে গিয়ে ওই ঘটনায় নিহত হওয়ায় পরীক্ষার হলে আর ফেরা হলনা ওই স্কুল ছাত্রীর।
নিহত শিউলী উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের গড়কাটি গ্রামের প্রদীপ চন্দ্র রায়ের মেয়ে ও গড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।,
প্রত্যক্ষদর্শী ও নিহততের সহপাঠিরা জানান, উপজেলার গড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্য মঙ্গলবার গ্রামের বাড়ি থেকে বেলা সোয়া ১২টায় শিউলী বেড়িয়ে যান।
এরপর ভুল:বশত কলম না নেয়ায় ফের কলম আনতে বেলা সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে বের হওয়া মাত্র সড়কের অপর পাশ থেকে বেপরোয়া গতিতে আসা বালু বোঝাই পিকআপ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় সড়কেই রক্ষার্থ হয়ে মাথা ও শরীর থেতলে মুত্যুর কোলে ঢলে পড়েন ওই ছাত্রী।,
দুর্ঘটনার পর চালক উপজেলার বারহাল গ্রামের মনা মিয়া শিকদারের ছেলে সাদ্দাম হোসেন শিকদার পিকআপ ও দুই হেলপারকে ফেলে রেখে পালিয়ে যায়।
উপজেলার গড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায় বলেন, শিউলী হতদরিদ্র পরিবারের জন্ম নেয়া এক মেধাবী ছাত্রী ছিল, তার এ মৃত্যুতে স্কুলের সহপাঠি সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।,
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন জানান, লাশ জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া চালকের দুই সহকারিকে পুলিশ হেফাজতে নেয়ার পর পিকআপটি জব্দ করা হয়েছে।