স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের বিষয়ে জাতীয় সংসদে কথা বলেছেন।
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান বিক্রির বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শামীমা শাহরিয়ারের প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন,‘ ২৬ টাকা কেজি দরে মাঠ পর্যায়েই বোরো ধান ক্রয় করা হবে, এর ব্যতিক্রম হলে ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ টায় জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অ্যাডভোকেট শামীমা শাহরিয়ারের এক সম্পুরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। দালাল ও ফড়িয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহবান জানান শামীমা শাহরিয়ার।
শামীমা শাহরিয়ার খাদ্য মন্ত্রীকে প্রশ্ন করে বলেন,‘ সুনামগঞ্জ জেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা তাদের স্বপ্নের সোনালী ধান কাটছে। কিন্তু মাঠ পর্যায়ের কৃষকেরা সরকারী মূল্যে ধান বিক্রি করতে পারছে না। কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে দালাল ও ফরিয়া ছাড়া ধান কিনা হবে কিনা ? জবাবে খাদ্য মন্ত্রী বলেন,‘ কৃষকদের কাছ থেকেই ধান ক্রয় হবে। দেড় লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।’