দিরাই প্রতিনিধি ঃ-
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও নয়টি ওয়ার্ডে দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শ্রক্রবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এলজিএসপি প্রকল্প ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থ বছরের আওতায় তা বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব শীলা রানী দাসের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, শিক্ষক আব্দুর রউফ, শুক্লা রায় চৌধুরী, ইউপি সদস্য আজাদ মিয়া, শফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য নেওয়া বেগম, সবিতা রানী তালুকদার, যুবলীগ নেতা শাহজাহান মিয়া প্রমুখ। উল্লেখ্য ৮টি প্রথমিক বিদ্যালয়ে ৪শ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ৪শ শিক্ষার্থীকে টিফিন বক্স ও ৯টি ওয়ার্ডে ১৮জন দরিদ্র মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।