1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

একটি রাস্তার জন্য জামালগঞ্জের চার গ্রামের দুর্ভোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯, ৩.১৯ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে ৪ গ্রামের সাধারন মানুষ একটি রাস্তার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জলিল পুর মেইন রাস্তা হতে কাজ্জার বন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার মাটি রাস্তা গত ৪৭ বছর যাবত উন্নয়নের ছোয়া পায়নি। রাস্তার উন্নয়নে নেই কোন উদ্যোগ। এই রাস্তা দিয়ে ইউনিয়নের রামপুর, জামলাবাজ, জলিলপুর ও গজারিয়া গ্রামের কয়েক হাজার মানুষ পাকনা, কাজ্জার বন হাওরে বোর ফসল চাষ করে থাকেন। এতে প্রায় কয়েক হাজার একর জমি চাষ করেন ঐ এলাকার সাধারন কৃষকগণ। একটি মাত্র রাস্তা দিয়ে বৈশাখী ফসল ঘরে তুলেন। চার গ্রামের মানুষের প্রাণের দাবি জলিলপুর মেইন রাস্তা হতে কাজ্জার বন পর্যন্ত রাস্তা মেরামত করার জন্য স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সহ সরকারি কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন।
গজারিয়া হিন্দু পাড়ার কৃষক সুধাংশু বর্মন (৪৫), মন মোহন বর্মন (৮০), আব্দুল হাসিম (৬৫), রামপুর গ্রামের কৃষক তাজ উদ্দিন (৪০), জামলাবাজ গ্রামের কৃষক আলী আকবর (৯০), জলিলপুর গ্রামের কৃষক সফর আলী (৬০), আব্দুল কদ্দুস (৬০), আক্তার পপ (৩৮), আয়ুব আলী (৫০), সাহাব আলী (৫০), শহিদ মিয়া (৪৫), হাবিবুর রহমান (৫২), ইদ্রিস আলী (৬০), তাহের মিয়া (৭০) প্রমুখ।
কৃষকরা বলেন আমরা হাওর বাসী বছরে এক ফসলী জমি বোর ফসল চাষ করি। পাকনা হাওর হতে ধান কাটার পর বাড়ী নিয়ে আসতে আমাদের খুব বেশী কষ্ট পোহাতে হচ্ছে। তাই আমরা ৪ গ্রামের সর্বস্তরের জনগণের দাবী ঐ রাস্তা নির্মাণ করে জন গণের চলাচল সহজ করা হোক।
এ ব্যাপারে ৩ নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ বলেন রাস্তাটি অত্যান্ত জরুরী যদি বরাদ্দ পাই আগামী বছর ৪ কিমি কাজ করব। জেলা স্বেচ্ছা সেবকলীগের নেতা ও জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন বলেন, আমি যদি নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে ঐ ৪ গ্রামের একমাত্র রাস্তা যে ভাবেই হোক নির্মাণ করব ইনশাল্লাহ, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়কে বিষয়টি অবগত করব। ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার বলেন, আগামী অর্থ বছরে জলিলপুর মেইন রাস্তা হতে কাজ্জার বন পর্যন্ত ৪ কিলো মিটার রাস্তার কাজ করার জন্য চেষ্টা করব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!