স্টাফ রিপোর্টার::
বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহসভাপতি সজীব রঞ্জন দাশ। ২০১৯-২০২১ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল শনিবার (২৭ এপ্রিল) ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি প্রফেসর মো. আলী আশরাফ এমপি ও সদস্য মো. শামসুল আলম। সজীব রঞ্জন দাশ পরিচালক পদে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের ব্যবসায়ী মহল ও সুধীসমাজ। উল্লেখ্য এর আগেও সজীব রঞ্জন দাশ এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি নির্বাচিত হয়ে সংগঠনের বিধিমতে কাজ করে প্রশংসিত হয়েছেন।
বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক মনোনীত হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন সজীব রঞ্জন দাশ। তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গিকার করে সবাইকে দেশের স্বার্থে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন।