অনলাইন ডেক্স::
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি আজ ‘পূর্ণ আস্থা’ প্রকাশের কথা জানিয়েছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। আজ সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এই আস্থার কথা জানান।
আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাতকালে বিশ্বব্যাংকের প্রেসিডন্ট এ আস্থা প্রকাশ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এবিষয়ে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, দেশের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহিত পদক্ষেপগুলোর সাথে একমত প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
জিম ইয়ং কিম বলেন, জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমনের বিষয়ে বিশ্বব্যাংক পুরোপুরিই অঙ্গীকারাবদ্ধ।
প্রেস সচিব জানান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিজ থেকেই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে তহবিল আরও বৃদ্ধির ব্যাপারে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।
তিনি বলেন, তাঁর (বিশ্বব্যাংক প্রেসিডেন্ট) বিশ্বাস বিদেশী বিনিয়োগ আকর্ষনের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এক্ষেত্রে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে সহজে ব্যবসা করার সুযোগ সম্পর্কে অন্য দেশগুলোর সাথে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন।