তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ২৫ পিচ ইয়াবাসহ মোঃ আনজার হোসেন (২৪) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত ইয়াবা ব্যবসায়ী যুবক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের মৃত মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, রবিবার(২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এ এস আই মনিরুল ইসলাম বাদাঘাট জয়নাল আবেদীন বালিকা বিদ্যালয়ের(গার্লস স্কুলের) সামনের রাস্তা ও সানফ্লাওয়ার কেজি স্কুলের পাশ থেকে মোঃ আনজার হোসেন আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২৫ পিচ ইয়াবা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ব্যাপারে ইয়াবা ব্যবসায়ী আনজার হোসেনের বিরোদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।