স্টাফ রিপোর্টার::
সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সরাইল রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার।,
রবিবার ২৮ এপ্রিল) ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল আরেফিন তালুকদার পিএসসি সিলেটের আখালিয়ায় বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ পরিদর্শনে এলে প্রতিষ্টান পরিচালনা পর্ষদের কো -চেয়ারম্যান ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ ইউসুফ জামিল,পিএসসি, এসি এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফয়জুল হক স্বাগত জানান।
পরিদর্শনকালে প্রতিষ্টান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো.শহিদুল ইসলাম পিএসসি উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার নির্মাণাধীন চতুর্থ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, নব-নির্মিত অভিভাবক শেড, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও শিক্ষক মিলনায়তনের ওয়ার্ক স্টেশন এবং কুশিয়ারা মিলনায়তন পরিদর্শন করেন । এছাড়াও তিনি শিক্ষক-শিক্ষিকাদের সাথে কুশল বিনিময়কালে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।,