বিশেষ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে বিশ্ব নৃত্য দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, নৃত্যানুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। সোমবার বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রংবেরং এর সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কয়েকশ ক্ষুদে নৃত্যশিল্পীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ত প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি হাছন রাজা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.দেবদাস চৌধুরী রঞ্জন, সুনামকন্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. অলক ঘোষ চৌধুরী, রতœগর্ভা মা সুদিপ্তা ঘোষ চৌধুরী, নৃত্যাঙ্গনের সভাপতি তুলিকা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রাবন্তি পুরুকায়স্থ, নাট্যাঙ্গনের সভাপতি গৌতম রায় তপন, নাট্য কর্মী মঞ্জু তালুকদার, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তুষ কুমার মন্তুষ, সংগীত প্রশিক্ষক দিপায়ন চৌধুরী চয়ন প্রমুখ। বক্তারা বলেন, নৃত্য হলো প্রকৃতির মতো। শরীর ,চন্দ, আত্মা, মন, সংগীত এসব নিয়ে নান্দনিক ছন্দিত শরীরী প্রতিমানই হলো নৃত্য। নৃত্যের মাধ্যমে মানুষের মধ্যে লুকিয়ে থাকা আত্মার ভাষা প্রকাশ পায়। নৃত্য সামাজিক বন্ধ দৃঢ় হয়। মানুষে মানুষে বিনিময় ঘটে, কথা হয়। নৃত্য এমন একটি মাধ্যম যা মানুষের আশা আকাঙ্খাকে একটা আকৃতি দেয়, যা প্রত্যেবের ব্যক্তিক অভিব্যাক্তির জন্যও প্রয়োজনীয়। পরে শ্রাবন্তি পুরকায়স্থের পরিচালনায় বিভিন্ন দলে পরিবেশনায় নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।