স্টাফ রিপোর্টার::
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, গত দশ বছর সদর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। যিনি দায়িত্বে ছিলেন তিনি জনগনের ভোটে নির্বাচিত হয়েও সরকারের কাছে হাত পেতে জনগণের জন্য কাজ করতে লজ্জাবোধ করতেন। যে কারণে প্রতিটি গ্রাম উন্নয়নবঞ্চিত থেকে গেছে। এবার আমরা এ অবস্থা থেকে বেরুতে চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সদরের প্রতিটি গ্রাম জেলা শহরের সঙ্গে সরাসরি সংযোগ সড়কের জন্য আমরা কাজ করব। ইনশাআল্লাহ এই মেয়াদেই সদর উপজেলার প্রতিটি গ্রামের সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামে কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিনবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা রঞ্জন তালুকদারের সঞ্চালনায় ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা শীতেষ তালুকদার মঞ্জ, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, ইউপি সদস্য ফরিদ মিয়া, সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি মো. রইছ মিয়া, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, প্রবাসী আব্দুন নূর প্রমুখ। কাঠইর ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্প থেকে শিক্ষার্থীদের টিফিনবক্স বিতরণ করা হয়।
প্রধান অতিথি খায়রুল হুদা চপল আরো বলেন, আমাদের মেধাবী জাতিগঠনের জন্য সন্তানের পরিচর্চা দরকার। তাদের অভূক্ত রেখে মেধাবী প্রজন্ম আমরা পাবনা। তাই আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে মিডডেমিল চালু করতে হবে। তিনি অভিভাবকদের সন্তান স্কুলে আসলে পারিবারিক খাবার টিফিনে দেওয়ার অনুরোধ জানান।
এর আগে স্কুল কর্তৃপক্ষ এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা কেফাতুন্নেসা, তাসলিমা বেগম ও বর্ণালী তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়া বিদ্যালয়ে সম্প্রতি যোগ দেওয়া দুই শিক্ষক সাথী রাণী দাশ ও ঝলক তালুকতারকেও বরণ করা হয়।