স্টাফ রিপোর্টার::
“সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭৫ বছর উদযাপন” উপলক্ষ্যে ১ মে ২০১৯ বুধবার বিকেল ৩টায় সিলেট অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ সরকারি কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতি কামনা করছেন কমিটির সংশ্লিষ্টরা। এ বিষয়ে যে কোন তথ্য ও মতবিনিময়ের জন্য নিম্নোক্ত মোবাইল ফোনে যোগাযোগেন জন্য আহ্বান করেছেন সায়েজ বদরুল ০১৭ ১১৪৪ ৯২১২ এবং মিসেস বাবলী পুরকায়স্থ ০১৭ ১৮১৯ ৭৭১৩।
সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল্যবান মতামতের জন্য অনুরোধ জানানো হয়েছে।
কমিটির সদস্য সচিব এডভোকেট রুহুল তুহিন বলেন, চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠান হবে। দেশ বিদেশে যারা আছেন তাদের সবাইকে অনুষ্ঠান সফলের লক্ষ্যে কাজ করার অনুরোধ জানান তিনি।