দিরাই প্রতিনিধি :
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে নাহিদা বেগম চৌধুরী (২৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে গ্রামের আবুল কালাম চৌধুরীর মেয়ে ও উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের আমেরিকা প্রবাসী মোহন চৌধুরীর স্ত্রী। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ৯ ঘটিকার দিকে নাহিদা তার পিত্রালয়ের বসত ঘরের সামনের গোয়াল ঘরের তীরের সাথে নিজের ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোঁজাখুজি করে একপর্যায়ে গোয়াল ঘরে নাহিদার ঝুলন্ত মৃতদেহ দেখে দিরাই থানা পুলিশে সংবাদ দিলে দিরাই থানার এসআই আবু তাহের ও দেবপ্রিয় পন্ডিত ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে দিরাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। যাহার নং- ১১/০২-০৫-১৯ ইং। দিরাই থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে অপমৃত্যুর মামলা রুজু পুর্বক ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।