1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

সাচনা বাজার ও সেলিমগঞ্জে বিদ্যুৎ সাবস্টেশন হবে: এমপি রতন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯, ২.৪৫ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ ১- আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ও সেলিমগঞ্জ বাজারে বিদ্যুৎ এর সাব ষ্ট্রেশন করা হবে। এ ছাড়া আগামী তিন বছরের ৫শত কিলোমিটার রাস্তা হবে, নেত্রকোণা থেকে সুনামগঞ্জ পর্যন্ত ফ্লাই ওভার কাজ অচিরেই শুরু হবে ইনশাল্লাহ। তিনি সম্প্রতি কাল বৈশঅখী ঝড়ে ৫০টি পরিবার ও ১৫ জন আহত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন পাশাপাশি তাদের সহযোগীতা করা হবে বলে তিনি জানান।
জামালগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, উপজেলা কৃষি অফিসার আজিজুল হক, অফিসার ইনজার্চ জামালগঞ্জ থানা (ওসি) সাইফুল আলম, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, প্রকৌশলী আব্দুস সাত্তার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সাধারন সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও দিগন্ত টিভির জেলা প্রতিনিধি মো. সেলিম আহমেদ প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, ফেনার বাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, পাউবি উপ-সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস, সমবায় কর্মকর্তা মো. আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু , এমপি ব্যাক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার বাবুল আক্তার সহ সরকারী বেসরকারী ও রাজনৈতিক নেতৃবৃন্ধ।
আরেক পৃথক সভায় মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জামালগঞ্জের প্রতিটি ঘর বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে। কোন ঘর বাকী থাকবেনা ইনশাল্লাহ। সোনাপুর, চাঁনপুর, পশ্চিম লক্ষীপুর ৩টি গ্রামে ৪ শত ৯০টি পরিবারে ১ কোটি ৫৭ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন কালে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ -১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এ কথা বলেন।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ৩ গ্রামে বিদ্যুৎতায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে সোনাপুর গ্রামে বিদ্যুৎতায়ন উদ্ভোধন অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ এর জুনিয়র ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী এম নবী হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব ,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, এমপি ব্যাক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার বাবুল আক্তার প্রমূখ। অপরদিকে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয় শুভ উদ্ভোধন করেন এমপি রতন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!