বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে নিজ সন্তান হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মোস্তাক আহমদ চৌধুরী নামক ওই ব্যক্তিকে যাবজ্জীবন দ-াদেশ প্রদান করেছেন। মোস্তাক আহমদ চৌধুরী জেলার জামালগঞ্জ উপজেলার জাল্লাবাদ গ্রামের আব্দুল মালিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মোস্তাক আহমদ সিলেট শহরের জল্লারপাড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রী চান ভানু, তিন শিশু সন্তানসহ বসবাস করতেন। মোস্তাক দ্বিতীয় বিয়ে করতে চাইলে বাধ সাধেন স্ত্রী চানভানু। এ নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়াঝাটি হতো। মোস্তাক ১৯৯৮ সালে ২৩ নভেম্বর স্ত্রী-সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সিলেট থেকে সুনামগঞ্জের গ্রামের বাড়িতে রওনা দেয়। বাড়িতে যাওয়ার পথে রাত ৯টার দিকে সদর উপজেলার বেড়াজালি কিত্তার হাওর এলাকায় ফাঁকা স্থানে স্ত্রী চানভানু, বড় মেয়ে খোদেজা (৬) ছেলে সাইদুরকে (২) ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ৬ মাসের কন্যা শিশু রিনাকে ছুরিকাঘাত ও মাটিতে আছড়ে হত্যা করে। আহত স্ত্রী ও দুই সন্তানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় মোস্তাক।পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় আহতদের সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। ঘটনার পর দিন মোস্তাকের স্ত্রী চানভানু বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। রবিবার দুপুরে আদালত মোস্তাককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দ-াদেশ দেন আদালতের বিচারক।
রাষ্টপক্ষের আইনজীবী এডিশনাল পাবকিল প্রসিকিউটর সোহেল আহমদ ছইল মিয়া রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্তান হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন দ- দিয়েছেন আদালত। ঘাতক পিতা জেলে আছেন।