বিশেষ প্রতিনিধি::
এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জে এবারও সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। জুবিলী থেকে ২৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২২৩জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬জন শিক্ষার্থী। এ বিদ্যালয়ে পাশের হার ৯৬.৯৬।
জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি সতীশ চন্দ্র বালিক উচ্চ বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে জেলায় শীর্ষে আছে প্রতিষ্ঠানটি। এই বিদ্যালয় থেকে এবার ২২১জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২১৩জন। পাশের হার ৯৬.৩৮।
এদিকে চলতি বছর এসএসসি পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে সুনামগঞ্জ জেলা। এ জেলায় পাশের হার ৭২.২৪। সুনামগঞ্জ জেলায় এবার ২৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ১৭ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী।