দিরাই প্রতিনিধি::
সদ্য প্রয়াত দিরাই প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকাল দিরাই-শাল্লা প্রতিনিধি, সবুজ সিলেট, সুনামগঞ্জের খবরের স্টাপ রিপোর্টার টিপু সুলতানের কুলখানি ও দিরাই প্রেসক্লাব ঘোষিত ৩ দিনের শোককর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার পৌর সদরের কলেজ রোডস্থ বাস ভবনে কুলখানি ও মসজিদে দোওয়া মাহফিলের মাধ্যমে তা সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মখলিছুর রহমান লাল মিয়া, সাংবাদিক শাহ জাহান মাহমুদ হেলাল, প্রশান্ত সাগর দাস, সাংবাদিক টিপু সুলতানের স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্যেখ্য সাংবাদিক টিপু সুলতান গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সিলেট আয়েশা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যাওয়ার পরও অবস্থার উন্নতি না হয়ায় মঙ্গলবার সকালে বাসায় ফেরার পর দুপুরে ইন্তেকাল করেন। ঐ দিনই সন্ধায় দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাঠে নামাজে জানাযা শেষে মাদ্রাসার সামনের কবরস্থানে দাফন করার পর দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দ দিরাইয়ে তিন দিনের শোক ঘোষণা করেন।