স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার স্কুল পর্যায়ের শ্রেষ্ট বিতার্কিক ও মেধাবী ছাত্রী প্রমি দস্তিদার এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। ছাতকের সাউথওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ থেকে সে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিতের সঙ্গে এসএসসি পাশ করেছে। প্রমি স্বপ্ন দেখছে দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। ভবিষ্যতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ে সে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক হতে চায়।
সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তুমি কেন পাবলিক ভার্সিটির শিক্ষক হতে চাও- এমন প্রশ্নে প্রমির ঝটপট উত্তর। ‘শিক্ষকতা গৌরব ও সম্মানের মহান একটি পরিচিত পেশা। এখনো মানুষ শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধার জায়গা থেকে দেখে। অনেক উচুঁতে আসন দেয় শিক্ষককে। আমি পাবলিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে দেশের সাধারণ মানুষের সন্তানদের পড়াতে চাই। এটাই আমার স্বপ্ন। ’ প্রমি তার এই সাফল্যে শিক্ষক ও পরিবারকে অভিনন্দন জানায়।
প্রমি দস্তিদার ছাতকের কৈতক গ্রামের মেয়ে। তার পিতা নির্মলেন্দু দস্তিদার একজন আদর্শ স্কুল শিক্ষক। মা কৃষ্ণা রাণী দাস। এক ভাই ও ১ বোনের মধ্যে সে বড়।
প্রমি ছাতক উপজেলার শ্রেষ্ট বিতার্কিক হিসেবে পুরষ্কৃত হয়েছে। সুনামগঞ্জ জেলারও সে স্কুল পর্যায়ের অন্যতম শ্রেষ্ট বিতার্কিক। ২০১৮ সনে দৈনিক কালের কণ্ঠ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তার নেতৃত্বে সাউথওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ সুনামগঞ্জ জেলায় শ্রেষ্টত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়। জেলা পর্যায়ে সে শ্রেষ্ট বিতার্কিক হিসেবে মনোনীত হয়। হবিগঞ্জে আয়োজিত চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন তাকে অকুণ্ঠ প্রশংসা করে তার সম্ভাবনার কথা বলেন।