হাওর ডেস্ক::
ব্রিটেনের সিফোর্ড টাউনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের মেয়ে রাহনুমা হায়দার চৌধুরী। সেখানকার লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।
গেল ২ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাহনুমার ছোট ভাই আব্দুল্লাহ চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য। এর আগে রাহনুমার পতি আলী হায়দার একই টাউন থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। স্বামীর পর স্ত্রী হলেন কাউন্সিলর।
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র গ্রামের মেয়ে রাহনুমা হায়দার চৌধুরী। তার বাবামরহুম রকিব উদ্দিন চৌধুরী, মা সালেমা চৌধুরী।
প্রসঙ্গত, রাহনুমা হায়দার চৌধুরীর স্বামী আলী হায়দারের বাড়িও সুনামগঞ্জে। তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগরের বাসিন্দা।
(সূত্র সিলেটভিউ)