1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জয়ন্ত: প্রতিবাদে শাল্লা ও বিশ্বম্ভরপুরে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯, ৪.২১ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর ও শাল্লা প্রতিনিধি ::
দৈনিক সুনামকণ্ঠের শাল্লা উপজেলা প্রতিনিধি এবং হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান বশির, সাংবাদিক মিজানুর রহমান, পিবিএ সুনামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন রাজু, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী ছানা, প্রতিমা রানী, আশক আলী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন বাদাঘাট দক্ষিণ ইউপি সভাপতি সিরাজ মিয়া, ফতেপুর ইউপি সভাপতি যামিনী কান্ত সরকার, জাতীয় পার্টি পলাশ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল প্রমুখ।
এদিকে সাংবাদিক জয়ন্ত সেনের জন্ম এলাকা শাল্লা উপজেলায়ও প্রথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক জয়ন্ত সেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটি বৃহস্পতিবার সকালে শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ তরুণ কুমার দাসের সভাপতিত্বে ও কৃষক নেতা রঞ্জন কুমার বৈষ্ণবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আজমান গণি তালুকদার, রবীন্দ্র চন্দ্র দাস, অদুদ মিয়া, জহর লাল সরকার প্রমুখ।
বক্তারা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা সাংবাদিক জয়ন্ত সেনের ওপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক জয়ন্ত সেন একজন প্রতিবাদী মানুষ। তিনি বিভিন্ন সময়ে হওয়া অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় একটি চক্র তাঁকে চিরতরে সরিয়ে ফেলার জন্যে এই হামলা চালায়। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এদিকে দেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপিত শহিদুল ইসলাম, সাধারণ স¤পাদক আহমেদ আবুজাফর, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক হাবিব সারোয়ার আজাদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম চৌধুরী।
এর আগে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের মাধ্যমে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সাংবাদিক জয়ন্ত সেনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ফরিদ মিয়া ও সদস্য সচিব সিরাজুল ইসলাম শ্যামলসহ নেতৃবৃন্দ আহত সাংবাদিক জয়ন্ত সেনকে দেখতে সুনামগঞ্জ সদর হাসপাতালে যান।
এদিকে, সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলাকারী গোপাল রায়সহ ঘটনায় জড়িতদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, সহ-সভাপতি নুর উদ্দিন, সাধারণ স¤পাদক সাকির আমিন, সাংগঠনিক স¤পাদক রবিউল ইসলাম তারেক, অর্থ স¤পাদক ফজল উদ্দিন, তথ্য ও গবেষণা স¤পাদক শাহ আলম বাসিত, প্রচার ও প্রকাশনা স¤পাদক সুজন তালুকদার, দপ্তর স¤পাদক মনির মিয়া, নির্বাহী সদস্য হাসান আহমদ ও জুনেদ আহমদ রুনু প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!